আমার প্রতিপক্ষ কেউ নেইঃ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আমার প্রতিপক্ষ কেউ নেই, ঐতিহ্যবাহী জহুরা তলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন ইংরেজবাজার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

আরও পড়ুন -  New Political Equation: মালদহে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

উল্লেখ্য ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হওয়ার বেশ কয়েকদিন পর বুধবার মালদায় আসেন তিনি। বৃহস্পতিবার সকালে জহুরা তলা মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে প্রচার সাড়েন তিনি।

আরও পড়ুন -  Ushasi Ray: খুব আঁটোসাঁটো পোশাক চেপে রয়েছে শরীরে, এই কালো শর্ট ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ঊষসী

প্রচার এর ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে তার প্রতিপক্ষ কেউ নেই, আগামী দিনে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যে সকল কাজ হয়নি সেই সকল কাজ করায় হবে তার প্রথম লক্ষ্য।

আরও পড়ুন -  বহুলা থেকে চারজন ও কেন্দ্রা থেকে একজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে শামিল হল