টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ভোট প্রচারে খনি অঞ্চলে অলিগলিতে পৌঁছলো তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। রংচঙে সব ব্যানার পোস্টার নিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে প্রচারে পর্ব কে সুসজ্জিত করে তোলে তৃনমূলের কর্মী-সমর্থকরা। আর রালি কে আকর্ষণীয় করে তুলতে ঘোড়ায় চড়ে প্রচার করতেও দেখা যায় তৃণমূলের কর্মীদের। আর সকলের মাঝে হাজির হয়ে সায়নী ঘোষ ইসিএলের খনি আবাসন গুলিতে পৌঁছে তাকে সমর্থন প্রদানের আবেদন জানান তিনি। প্রচার পর্বের মাঝে তিনি ইসিএলের সাত গ্রাম এরিয়ার নিমচার কোলিয়ারি তে পৌঁছে ভূগর্ভস্থ খনি পরিদর্শন করে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি, খুব লাকি, কয়লা খনি কে ওপর থেকে দেখে তার খুবই ভালো লাগে, কর্মীদের সাথে কথা বলে কিভাবে খনিতে যাওয়া যায় তা নিয়েও তিনি কথা বলেছেন বলেই জানান। একই সাথেই তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এর করা মন্তব্য প্রসঙ্গে তিনি জানান, অগ্নিমিত্রা প্লট হারিয়েছে, কখনো সে বলছে আমি তার প্রতিদ্বন্দ্বী নই মমতা ব্যানার্জি তার প্রতিদ্বন্দ্বি, কখনো আবার বলছে আমি বাচ্চা মেয়ে, কখনো বলছেন আমি তার প্রতিদ্বন্দ্বি ঠিক কি বলছেন বুঝে উঠতে পারছিনা। আর ভূমিপুত্র প্রসঙ্গে তাঁর দাবি, বাংলার সকল মেয়ে এখানের ভূমিপুত্র, তাই আলাদা করে তাকে পরিচয় দিতে হয়না যে তিনি এখানে ভূমিপুত্র। অথচ দেখছি, অগ্নিমিত্রা বারবার বলতে বাধ্য হচ্ছেন যে তিনি এখানের ভূমিপুত্র। এমনই সব কথা বলে মমতা ব্যানার্জি প্রসঙ্গ টেনে একপ্রকার মশকরার সুরে অগ্নিমিত্রা পাল কে কটাক্ষের সুরে বিঁধলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ।