বর্তমান রাজ্যে নির্বাচন সে কারণে নির্বাচনের পরে শ্যামলীর দৃশ্যগ্রহণ পর্ব শুরু হবেঃ নির্দেশক জীবন প্রসাদ

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ    সোমবার প্রেস ক্লাব কলকাতা, এক সাংবাদিক সম্মেলনে “নির্বাচনের পরেই বাংলা কাহিনীচিত্র ‘শ্যামলী’-র দৃশ্যগ্রহণ পর্ব শুরু হবে,” বলে জানালেন, কাহিনীচিত্রের নির্দেশক জীবন প্রসাদ

ছবির সারাংশ :-

এক অপ্রাপ্তবয়স্ক তরুণ ও কিশোরীর মেলামেশা ও তাদের জীবনে এক অজ্ঞ তান্ত্রিকের প্রভাব এই ছবির মূল উপপাদ্য।

‘শ্যামলী’-র কাহিনীকার জীবন প্রসাদ-এর বক্তব্য অনুযায়ী, “মল্লাহ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছায়াছবি মূলতঃ গ্রামবাংলার এক করুণ চিত্র মুর্শিদাবাদ বহরমপুর মহকুমার এক প্রান্তিক গ্রাম দৌলতাবাদ, এক সময় এখানে বাস করতেন এক অজ্ঞানী তান্ত্রিক। এই তন্ত্রিক এলাকার বাসিন্দা ও ছোটো ছোটো ছেলেমেয়েদের এমনিতে খুব ভালোবাসলেও….তিনি কখনোই চাইতেন না শহুরে কেতাবি শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ তাঁকে অবজ্ঞা করে।গ্রামের বাগদী পাড়ার এক দরিদ্র ঘরে জন্মেছিল শ্যামলী….একদিন ঘটনাচক্রে গ্রামের নদীর ধারে এক বহিরাগত শহুরে তরুণ অনুরাগ -এর সাথে তার চোখাচোখি হয়। চোখাচোখি ধীরে ধীরে সম্পর্কের মাখামাখির দিকে এগোতে থাকে।….শহুরে তরুণ গ্রামীণ কিশোরীকে পড়ালেখা শিখতে উদ্বুদ্ধ করে।

আরও পড়ুন -  Hugh Hudson: নির্মাতা হিউ হাডসন আর নেই, অস্কারজয়ী

গ্রামীণ কিশোরী যত জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে শুরু করে…এক সময় কিশোরী শ্যামলী বুঝতে পারে গ্রামের তান্ত্রিক গ্রামবাসীদেরই বিভিন্নভাবে ঠকিয়ে চলেছে। অন্যদিকে তান্ত্রিকও বুঝতে পারে শহুরে তরুণের সাহচর্যেই নষ্ট হচ্ছে গ্রামের সহজ সরল কিশোরী শ্যামলী… এই ভাবেই বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে এগিয়ে চলবে কাহিনী।” বাকিটা পর্দায় দেখতে হবে।
কাহিনীচিত্র ও নির্দেশক : জীবন প্রসাদ।

আরও পড়ুন -  Disha Patani: দিশা খলনায়িকা, 'এক ভিলেন রিটার্নস ’

অভিনয় :- আকাশ মণ্ডল, সুপর্ণা হাজরা, স্নেহা বিশ্বাস, পায়েল সরকার, ময়ূরাক্ষী সান্যাল, বরুণ চক্রবর্তী, ভাস্কর সান্যাল, সাবিত্রী মন্ডল, মেঘমিত্র ঘোষ আরও অনেকে।
কাহিনী ও পরিচালনা : জীবন প্রসাদ, চিত্রনাট্য : রুদ্রনীল চৌধুরী।
প্রযোজন : মাল্লাহ এন্টারটেইনমেন্ট: সহ-প্রযোজনা : শম্ভু হেলা, মিউজিক : রূপেন্দু বসু, গান : অঙ্কিতা ভট্টাচার্য্য, চৈতালী রায়, হৃদয় সরকার, ক্যামেরা : শুভাশীষ হাজরা, কোরিওগ্রাফি : মাস্টার সওয়ান, প্রচার : শুভঙ্কর ঘোষ।

আরও পড়ুন -  বিশাল অঙ্কের টাকা এবং বেশ কিছু পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ