
নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, হাবড়াঃ উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া থানার পুলিশ গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ টি বোমা উদ্ধার করে, সেই বোমা গুলিকে মঙ্গলবার বাণীপুর মেলার মাঠে নিষ্ক্রিয় করল। ঘটনাস্থলে ফায়ারবিগ্রেড এর আধিকারী থেকে শুরু করে এসডিপিও রোহিত শেখ, হাবড়া থানার আইসি গৌতম মিত্র সহ বিডিও উপস্থিত ছিলেন।

