সাংবাদিক বৈঠকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
অগ্নিমিত্রা পাল আপনাদের ঘরের মেয়ে। আমার অপনয়ন বহিরাগত আসানসোলের সমস্যা কতটুকু বোঝেন ? অগ্নিমিত্রা পাল সোমবার আসানসোলের বিদ্যাসাগর সরণিতে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন, আসানসোল দক্ষিনের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন -  CPM: সিপিএমের জেলা সম্মেলন, আগামী জানুয়ারি মাসে

এদিন একাধিক দাবি করার পাশাপাশি তিনি বলেন, তার স্কুল এবং ছোটবেলা সব এখানেই কেটেছে। বিজেপি ক্ষমতায় এলে এখানে শিল্প আনবেন। এছাড়াও এম এস এম ই প্রকল্পের উপরে জোর দেওয়া হবে। মহিলাদের কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হবে বলে জানান তিনি। আসানসোল দক্ষিণের তৃনমুল কংগ্রেসর প্রার্থী সায়নী ঘোষ এ প্রসঙ্গে বলেন, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বহিরাগত বলছেন, তাতে কি হল।

আরও পড়ুন -  Taiwan: ক্ষেপণাস্ত্র প্রকল্প উপ-প্রধান তাইওয়ানের, মারা গেলেন