সাংবাদিক বৈঠকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
অগ্নিমিত্রা পাল আপনাদের ঘরের মেয়ে। আমার অপনয়ন বহিরাগত আসানসোলের সমস্যা কতটুকু বোঝেন ? অগ্নিমিত্রা পাল সোমবার আসানসোলের বিদ্যাসাগর সরণিতে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন, আসানসোল দক্ষিনের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন -  রাজধানী এক্সপ্রেস মিশে যাবে বন্দে ভারতে? নতুন সিদ্ধান্ত ভারতীয় রেলের

এদিন একাধিক দাবি করার পাশাপাশি তিনি বলেন, তার স্কুল এবং ছোটবেলা সব এখানেই কেটেছে। বিজেপি ক্ষমতায় এলে এখানে শিল্প আনবেন। এছাড়াও এম এস এম ই প্রকল্পের উপরে জোর দেওয়া হবে। মহিলাদের কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হবে বলে জানান তিনি। আসানসোল দক্ষিণের তৃনমুল কংগ্রেসর প্রার্থী সায়নী ঘোষ এ প্রসঙ্গে বলেন, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বহিরাগত বলছেন, তাতে কি হল।

আরও পড়ুন -  জিএসটি রূপায়ণ বাবদ ঘাটতি মেটাতে পাঞ্জাব অপশন-১এর সুবিধা গ্রহণ করছে