নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   যাদের ভোটে দাঁড়াবার কথা তাদের বাদ দিয়ে অন্য ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছে। এই নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ। সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরি।

এদিন কংগ্রেস প্রকাশ করল ইস্তেহার। এই বিধানসভা নির্বাচন বাম এবং আইএসএফ–এর সঙ্গে জোট গড়েছে কংগ্রেস।
এর আগে ব্রিগেডের মঞ্চেও জোটের ফাটল প্রকাশ্যে এসেছিল। আইএসএফ প্রধান অধীর রঞ্জনকে এড়িয়ে গেছিলেন। তার পর আসনরফা নিয়েও জোট শরিকদের বচসা প্রকাশ্যে এসেছিল।

আরও পড়ুন -  Bhojpuri Song Video: নীরাহুয়া এবং কল্পনার দুর্দান্ত নাচ, ‘জিগার’র গানে, উচ্ছ্বসিত দর্শকরাও, ভিডিও ভাইরাল

ইতিমধ্যে রাজ্যে ৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বিধাননগর ও কাটোয়া কেন্দ্রে প্রার্থীর নাম নিয়ে প্রদেশস্তরে ভিন্ন মত রয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তার মধ্যে শনিবার রাতে কংগ্রেস ৩৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই দেখা দিয়েছে অসন্তোষ। কলকাতা থেকে জেলা পর্যন্ত অসন্তোষ।

আরও পড়ুন -  Released: `ডিউন` মুক্তি পাচ্ছে

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ তাঁকে সরানোর দাবি তুলেছেন। এই নিয়েই চলছে চাপানউতোর। ছবি – সংগৃহীত।