বৃন্দাবনি নদী ঘাট থেকে নৌকার মাধ্যমে অবৈধ কয়লা যাচ্ছে ঝাড়খণ্ডে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে অবৈধ কয়লা কারবার। সামনে বিধানসভা ভোট আর তারই প্রাক্কালে সামডি কয়লা খনি থেকে কয়লা চুরি হয়ে চলে যাচ্ছে ঝাড়খন্ড ও বিহার সহ বিভিন্ন জায়গায়। সামডি কয়লা খনি থেকে কয়লা চোরেরা কয়লাবের করে মোটর সাইকেল ও সাইকেলে করে সেই কয়লা নদী পথে নৌকার সাহায্যে নিয়ে যাচ্ছে ঝাড়খন্ড ও পার্শ্ববর্তী এলাকায়। যা প্রশাসনের নজরে ঘটলেও প্রশাসন নীরব।

আরও পড়ুন -  Web Series: ‘উল্লু’র এই ওয়েব সিরিজ প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, বাচ্চাদের সামনে দেখা যাবে না

সামনে বিধানসভা আর তাই পশ্চিমবঙ্গের বর্ডার সহ বিভিন্ন স্থানে পুলিশি নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে, যাতে বহিরাগত বাইরে থেকে এ রাজ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু রূপনারায়নপুর ঝাড়খণ্ড বর্ডারে পুলিশের নিরাপত্তা বাহিনী থাকলেও কি ভাবে বৃন্দাবনি কেওটজালি ঘাটে নৌকা করে বহিরাগতদের আসা যাওয়া চলছে। নেই কোন নিরাপত্তা। তাছাড়া এই ঘাট দিয়ে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধভাবে কয়লা।

আরও পড়ুন -  Mouni Roy: ইনস্টাগ্রামে তার ৫টি হট রিল দেখে নেটিজেনরা বলছেন, "গ্লোবাল ওয়ার্মিং এর আসল কারণ!"