যৌনকর্মীদের পুনর্বাসন নীতি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   নারী ও শিশু বিকাশ মন্ত্রকের পক্ষ থেকে ‘উজ্জ্বলা’ কর্মসূচির মাধ্যমে নারী ও শিশু পাচার রোধ এবং যৌন নির্যাতন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে পাচারের শিকার নারী ও শিশুদের পুনর্বাসন এবং জোর করে যৌনকর্মী হিসেবে কাজে লাগানোদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। নারী ও শিশুদের ক্ষেত্রে এটি এমন একটি প্রকল্প যেখানে পূনর্বাসনের পর খাদ্য, পোশাক, চিকিৎসা, আইনি সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি উদ্ধার হওয়া শিশুদের জন্য শিক্ষা এবং বিকল্প জীবিকা হিসাবে বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো মৌলিক সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

আরও পড়ুন -  Post Office Schemes: পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম: ৩ বছরে ৩ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় রিটার্ন!

আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতি স্মৃতি জুবিন ইরানি এই তথ্য জানিয়েছেন। সূত্র – পিআইবি।