প্রশাসনিক প্রধানদের নিয়ে বৈঠক করতে মালদায় এলেন পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চার জেলার জেলা প্রশাসনিক প্রধানদের নিয়ে বৈঠক করতে শনিবার মালদায় এলেন পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। হেলিকাপ্টার করে সকাল ১০ টা ১০ মিনিটে নেমে চলে যান পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় গোল্ডেনপার্ক হোটেলে। সেখানে বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সাথেও। দুপুর সাড়ে ৩ টায় হেলিকাপ্টার করে ফিরে যাবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  হার্টবিট বাড়বে, ‘মালাই ২’ ওয়েব সিরিজ অঙ্কিতা সিংয়ের এমন দৃশ্য দেখে, VIDEO

এদিন সকালে তাকে স্বাগত জানাতে মালদা হেলিপ্যাডে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র এবং পুলিশ সুপার অলক রাজোরিয়া।