সাফই কাজকর্ম বন্ধ করে কুলটি থানায় বিক্ষোভ প্রদর্শন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  আসানসোল কর্পোরেশন এর ৬৫ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা ওয়ার্ডের সাফই কাজকর্ম বন্ধ করে কুলটি থানায় বিক্ষোভ প্রদর্শন করে, তাদের দাবি ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার আক্তার হোসেন গত ১৭ তারিখে তাদেরকে মারধর করে বিনা কারণে, তার কারণেই পশ্চিমবঙ্গের হাড়ি সমাজের পক্ষ থেকে ৬৫ নম্বর ওয়ার্ডের সাফাই কাজ বন্ধ করে দেয়। কুলটি থানায় অভিযোগ দায়ের করে। তারা এই ঘটনা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কেও এই ব্যাপারে জানিয়ে দেবে বলে স্থির করেছে। অপরদিকে এলাকার বিদায়ী কাউন্সিলর আক্তার হোসেনের বক্তব্য, এইরকম কোনো ঘটনা হয়নি। অভিযোগ অস্বীকার করেন। বলেন সাফাই কর্মীরা কাজ না করে মদ খায় তাই আমি প্রতিবাদ করি।

আরও পড়ুন -  যৌথ উদ্যোগে মালদা জেলা বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ সভা