পাওনা টাকা চাইতে গিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মী কে ঘুসি, অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ  পাওনা টাকা চাইতে গিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মী কে ঘুসি মেরে বাম চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বামন গোলা থানার কলোনি গঙ্গাপ্রসাদ এলাকায়। আক্রান্ত ওই টিএমসি কর্মীর নাম কৃষ্ণ পাইক, তার বাড়ি ওই এলাকায়। আক্রান্ত অবস্থায় বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কংগ্রেস কর্মীর নাম কনা দাস। তার বাড়ি ও ওই এলাকায়। ঘটনার পর থেকে তদন্ত শুরু করেছে বামন গোলা থানার পুলিশ। আক্রান্ত টিএমসি কর্মীর ছেলে ভিষণ কুমার পাইক জানান, তার বাবা এলাকার কংগ্রেস কর্মী কণা দাস এর কাছে ২০০০ টাকা পেত।

আরও পড়ুন -  Anti-Social Activities: স্কুল চত্বরে প্রতিনিয়ত চলছে অসামাজিক কাজ

তার বাবা কাঁচামালের ব্যবসা করত। ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার বাবার কাছ থেকে অভিযুক্ত কণা দাস ২০০০ টাকা অনেকদিন আগে ধার নিয়েছিল। বুধবার সন্ধ্যায় হাট থেকে বাড়ি ফেরার সময় তার বাবা পাওনা টাকা নেওয়ার জন্য কনা দাস এর সাথে দেখা করে। টাকা চাইতে গেলেই তার বাবাকে বেধড়ক মারধর করে। পাশাপাশি ঘুসি মেরে ফাটিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রথমে আক্রান্ত অবস্থায় তার বাবাকে মুদ্বীপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকেই বুধবার রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাম চোখে গুরুতর আঘাত থাকায় সে দেখতে পাচ্ছে না। পুরো ঘটনাটি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বামন গোলা থানার পুলিশ।

আরও পড়ুন -  ভারি বৃষ্টিতে নিহত ২১, ডোমিনিকান প্রজাতন্ত্রে