প্রার্থী সায়নী ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    আসানসোল দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনা আসানসোল উত্তরের রানিগঞ্জ এগরা এলাকায়। জানা গেছে, বুধবার সন্ধা নাগাদ এগরা অঞ্চলে প্রচার করছিলেন সায়নী ঘোষ। সে সময় কয়েকজন যুবক যুবতী এসে সায়নীকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। ঘটনাক কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ প্রসঙ্গে শ্লোগান দেওয়া এক যুবক অভিক পরামানিক বলেন, এখানে এক অভিনেত্রী প্রচার করতে এসেছিলেন। তার প্রতিবাদে আমরা পথে নেমেছি।

আরও পড়ুন -  প্রার্থী উজ্জ্বল চৌধুরি'র সমর্থনে অনুষ্ঠিত হলো এক কর্মী সভা

ঘটনা প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন, গো ব্যাক স্লোগান চারটে, আর ওয়েলকাম স্লোগান চারশোটা। ঘটনাস্থলে আসে নিমচা ফাঁড়ির পুলিশ। বিষয়টি পুলিশকে জানানো হবে বলে জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

আরও পড়ুন -  সোমবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ প্রচারে এসে দৌড় লাগালেন