টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল কর্পোরেশন এর ১০২ নম্বর ওয়ার্ড কুলটির রাধানগর মরে জল বাঁচান জীবন বাঁচাও ব্যানারে মমতা ব্যানার্জির পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনায় এলাকার কাউন্সিলর সরোজ কর্মকার ও এলাকার তৃণমূলীদের বক্তব্য আমাদের উন্নয়নে তাদের সহ্য হচ্ছে না, তাই উন্নয়নের কান্ডারী মমতা ব্যানার্জির ছবি ছিড়ে ফেলা হয়েছে, বিরোধীরা এই কার্যক্রম করেছে বলে অভিযোগ। অপরদিকে নির্বাচন কমিশনের লোকেরা ঘটনাস্থলে এসে তদন্ত করে বলেছেন, তারা কোনদিন কোন ছবি ছেরেন না তারা ছবির মুখে পোস্টার বা কাগজ দিয়ে দেন এ কাজ তাদের নয়।

