প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চতুর্দশ পরিষদ গঠনের জন্য যোগ্য প্রার্থীদের থেকে ৬ এপ্রিলের মধ্যে আবেদন পত্রের আহ্বান জানানো হয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ  প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার বর্তমান পরিষদের মেয়াদ ২৯ মে শেষ হচ্ছে। চতুর্দশ পরিষদ এরপর গঠিত হবে। দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ১৯৭৮ সালের প্রেস কাউন্সিল আইন অনুসারে এই পরিষদ গঠিত হয়। পরিষদের বিচার বিভাগীয় আংশিক ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন -  কলকাতার প্রেস ক্লাবে কোভিডি টিকার প্রথম দিনে ৮৩ জন সাংবাদিক টিকা নিলেন

পরিষদের ৫এর ১ ধারা অনুসারে একজন চেয়ারম্যান এবং ২৮ জন সদস্য থাকবেন। ৬এর ১ ধারা অনুসারে এঁদের মেয়াদকাল হবে ৩ বছর। পরিষদের চেয়ারম্যান নতুন পরিষদ গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের কাছ থেকে আবেদন পত্রের আহ্বান করেছেন। মুখবন্ধ খামে আবেদন পত্রগুলি ৬ই এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। এ সংক্রান্ত যেকোন প্রশ্ন, নিয়মাবলী এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া সহ নানা প্রশ্নের উত্তর কাউন্সিলের ওয়েবসাইট https://presscouncil.nic.in থেকে পাওয়া যাবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  মিশন অলিম্পিক সেল মার্কিন যুক্তরাষ্ট্রে বজরঙ্গ পুনিয়ার এক মাসের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে