মিশরে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল মালদার এক ছাত্রের

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
মিশরে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল মালদার এক ছাত্রের। মৃত ছাত্রের বাড়ি মালদা জেলার ইংলিশ বাজার থানার মাদিয়া এলাকায়।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মোশারফ হোসেন। চার বছর আগে অ্যারাবিক নিয়ে গবেষণা করতে মিশরে যায় ওই ছাত্র। রবিবার সকালে ফোন মারফত খবর আসে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এরপরই মৃত ছাত্রের পরিবার দ্বারস্থ হয় ইংরেজবাজার থানা পুলিশের। মৃত ছাত্রের ভাগ্না মোহাম্মদ আজিজ আকীল আনসারি জানান, মৃত্যুর কারণ এখনও তাদের জানা নেই। অ্যারাবিক নিয়ে গবেষণা করতে মিশর গিয়েছিলেন সে। আজ ফোন মারফত তারা জানতে পারেন এই খবর। এরপরই ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা।

আরও পড়ুন -  ৭৫ তম স্বাধীনতা দিবসে সকল দেশবাসীকে Khabar India Online এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন