সিআইএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
এক সিআইএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোল হীরাপুর থানায় ছোট দিঘারী এলাকায়। শনিবার সকালে নিজের বাসভবনে ওই সিআইএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ দেখতে পায় তার প্রতিবেশীরা।

আরও পড়ুন -  India Post Scheme: ভারতীয় ডাক বিভাগের দুর্দান্ত প্রকল্প, ১ লক্ষ টাকা হবে ৩ লক্ষ টাকা!

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম সঞ্জয় কুন্ডু। তার আসল বাড়ি বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি এলাকায়। ইস্কো কারখানার সুরক্ষার কাজে ওই সিআইএসএফ জওয়ান কর্মরত ছিলেন। শনিবার সকালে ছোট দিঘারি এলাকায় সিআইএসএফ আবাসনে ওই জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারণে এই ঘটনা তা ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জানাতে চায়নি সিআইএসএফ কমান্ডাররা।

আরও পড়ুন -  North Korea: জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, সাবমেরিন থেকে