শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক। নিখোঁজ হয়ে যাওয়া যুবকের নাম সুবোধ ঘোষ। বয়স ৩৮ বছর। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত ১১ তারিখ প্রতি বছরের ন্যায় এ বছরও শিবরাত্রি উপলক্ষে মালদার মহদিপুর থেকে মানিকচকে যায় গঙ্গায় জল আনতে। সুবল ঘোসের সঙ্গে ছিলেন ছেলে শুভদীপ ঘোষ।

আরও পড়ুন -  Mouni Roy: ইনস্টাগ্রামে তার ৫টি হট রিল দেখে নেটিজেনরা বলছেন, "গ্লোবাল ওয়ার্মিং এর আসল কারণ!"

প্রতি বছরের ন্যায় এ বছরও তারা মানিকচক এ বাবা ও ছেলে একসঙ্গে যাই শিবরাত্রির জল আনতে। সেখানে গিয়ে ছেলের হাতে মোবাইল দেয় সুবোধ ঘোষ তারপরে থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। চারিদিকে খোঁজাখুঁজি করার পর কোন সন্ধান না পাওয়ায়।আজ ইংরেজবাজার থানায় নিখোঁজ অভিযোগ করে পরিবারের সদস্যরা। নিখোঁজ হয়ে যাওয়া যুবকের ভাই সমীর ঘোষ জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানাতে চান যে, তার দাদাকে যদি কেউ জীবিত অবস্থায় খুঁজে দিতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানালেন। যুবকের খোঁজ পেলে যোগাযোগ করুন এই নম্বরে +91 99330 40511.

আরও পড়ুন -  কমবয়সী যুবতী তুমুল নাচ করলেন, ‘তেরে ইশক মে নাচেঙ্গে’ গানে, ভাইরাল ভিডিও