সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে ১০০ দিন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ
ন্যাচারাল ইনস্টিটিউট অফ ন্যাচেরোপ্যাথি পুণের রিজিউনাল আউটরিচ ব্যুরোর সঙ্গে ১০০ দিন ধরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ন্যাচারাল ইনস্টিটিউট অফ ন্যাচেরোপ্যাথি (এনআইএন) অভিন্ন যোগ প্রোটোকলের উপর ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এনআইএন –এর ফেসবুক পেজ https://www.facebook.com/punenin -এ প্রতিদিন সকাল ৭টি থেকে ৮টা পর্যন্ত এই সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

আরও পড়ুন -  Ghosh Family: কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য, শোকের ছায়া ঘোষ পরিবারে

অভিন্ন যোগ প্রোটোকলের উপর পুণের আশাকর্মীদের জন্য ২২শে ফেব্রুয়ারী থেকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হল ৫০০০ জন আশাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া। এই আশাকর্মীরা নিজ নিজ গ্রামে প্রশিক্ষণ দেবেন। এই লক্ষ্য নিয়ে ২২শে ফেব্রুয়ারী থেকে পুণে জেলার বিভিন্ন তালুকের ১৩০০ জন আশাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে সকলকে প্রাণায়ম এবং আসনের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  বিশ্ব শৌচাগার দিবসে ভারত সকলের জন্য শৌচাগারের সংকল্পকে দৃঢ় করছে : প্রধানমন্ত্রী