টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
মমতা ব্যানার্জির উপর হামলার বিরুদ্ধে আসানসোলে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। এদিন আসানসোলের গির্জা মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করা হয়েছে। কালো পতাকা নিয়ে এই প্রতিবাদ মিছিল করা হয়েছে। খেলা হবে স্লোগান দেওয়া হয়। এদিনের মিছিল গির্জা মোড় থেকে শুরু হয়ে জিটি রোড হয়ে আশ্রম মোড়ে গিয়ে শেষ হয়েছে। এই মিছিলে আসানসোল পুরো প্রশাসক তথা তৃণমূল নেতা অমরনাথ চ্যাটার্জি, জেলা তৃণমূলের নেতা অভিজিৎ ঘটক ও তৃণমৃল নেতা মীর হাসিম সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন - প্রকাশিত হলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অন্তরা রায় ভট্টাচার্য্য দ্বারা লিখিত বই পারসিপিয়েন্স