ভোটের আগের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭ জনের এক ডাকাত দল

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, দক্ষিণ দিনাজপুর:   ভোটের আগের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭ জনের এক ডাকাত দল। গতকাল গভীর রাতে বংশীহারী থানার নারায়ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সাতজন ডাকাতদলের সদস্য জমায়েত হয়।

আরও পড়ুন -  বনেদি বাড়ির সাজে অভিনেত্রী পিউ

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। ডাকাতির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করে। একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, রামদা সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন -  PSG: পিএসজির জয় মেসির ঝলকে

বৃহস্পতিবার বুনিয়াদপুর অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিকে ভোটের আগে জেলায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত সাতজনের নাম জাকির রহমান, রাজু প্রামানিক, কাঞ্চন প্রামানিক, বিষ্ণু পাহান, চঞ্চল সরকার, বিশাল মন্ডল ও কৌশিক সরকার। ধৃতদের বাড়ি বংশীহারী থানার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। তাদের সকলের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

আরও পড়ুন -  ভোটের আগে দিন, পশ্চিম বর্ধমান জেলায় প্রস্তুতি তুঙ্গে, দুটি ডিসিআরসি সেন্টার খোলা হয়েছে