বুলবুলচন্ডী নতুন বাস ষ্টান্ডে বিক্ষোভ আদিবাসী কিছু যুবকের

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী নতুন বাস ষ্টান্ডে বিক্ষোভ আদিবাসী কিছু যুবকের, জানা যায়, বুধবার সকাল দশটা নাগাদ মালদা বুলবুলচন্ডী রুটের সমস্ত অটো আটকে রেখে বিক্ষোভ দেখায় আদিবাসী কিছু যুবক।

আরও পড়ুন -  রাজা হবেন চার্লস এই মুকুট পরে, শতবর্ষের পুরনো রীতি অনুযায়ী

তাদের দাবি গতকাল আদিবাসীর এক সভা ছিলো গাজোলে, সেখানে যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করা হয় সেই অটো নিয়ে যায় গাজোল কিন্তু আদিবাসীদের অভিযোগ সেই অটোচালক গাজোল নিয়ে গেলেও তাদের আসার জন্য রিজাভ করাছিলো কিন্তু অটোচালক তাদের ফিরিয়ে নিয়ে আসেনি তাই বুধবার তারিই পরিপ্রেক্ষিতে প্রায় এক ঘন্টা আটো আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী যুবকেরা। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ, বিক্ষোভ কারিদের সঙ্গে কথা বলে তার সমস্যা সমাধান করেন। অবশেষে বিক্ষোভ কারিরা বিক্ষোভ তুলে নেয়।

আরও পড়ুন -  Bhojpuri: গামছা জড়িয়ে চরম রোমান্স নিরহুয়া, কাজল রাঘওয়ানির সঙ্গে, ইন্টারনেটে ভাইরাল হল ভিডিও