ডাক বিভাগ মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য নতুন পরিষেবার সূচনা করবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    ডাক বিভাগের কলকাতা অঞ্চলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য নতুন একটি পরিষেবার সূচনা হবে।

কলকাতা অঞ্চলের মুর্শিদাবাদ, বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগণা পর্যন্ত ১২টি বিভাগে একজন করে গ্রাহক কল্যাণ আধিকারিক (কাস্টমার ওয়েলফেয়ার অফিসার-সিডাব্লুও) মনোনীত হবেন। কলকাতা অঞ্চলের বিভিন্ন বিভাগের সিডাব্লুও-দের নাম :

বিভাগ

মনোনীত সিডাব্লুও-র নাম

ল্যান্ড ফোন নম্বর

আরও পড়ুন -  Metro Rail: শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্য মেট্রো রেল শনিবার ২১৪টি এবং রবিবার ১২০টি ট্রেন চালাবে

কলকাতা জিপিও

শ্রীমতি রমা ঘোষ

033-2243-8849/8249

কলকাতা সেন্ট্রাল

শ্রীমতি চিত্রলেখা দাস

033-2271-7124

কলকাতা নর্থ

শ্রীমতি মিতালী দে

033-2556-7877

কলকাতা ইস্ট

শ্রীমতি অর্পিতা অধিকারী

033-4065-0151

দক্ষিণ কলকাতা

শ্রীমতি ঋতুপর্ণা নস্কর

033-2466-2287

নর্থ প্রেসিডেন্সি

শ্রীমতি রঞ্জিতা দেবনাথ

033-2592-0112

সাউথ প্রেসিডেন্সি

শ্রীমতি অপর্ণা দত্ত

033-2433-8450

বারাসাত

শ্রীমতি বিউটি রানি পাল

033-5252-3463

বীরভূম

শ্রীমতি খুশবু কুমারী

আরও পড়ুন -  উৎসব শেষে বিষাদ

03462-255507

মুর্শিদাবাদ

শ্রীমতি ইয়ান জোম শেরপা

03482-252522

নদীয়া উত্তর

শ্রীমতি সুস্মিতা সাধুখাঁ

03472-252849

নদীয়া দক্ষিণ

শ্রীমতি সুদত্তা চক্রবর্তী

033-2582-8514

গ্রাহক কল্যাণ আধিকারিকরা ডাক বিভাগের ক্ষুদ্র সঞ্চয়, মহিলা ও প্রবীণ নাগরিকদের পিএলআই সংক্রান্ত বিভিন্ন পরিষেবার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ফোনের মাধ্যমে দেবেন। এরমধ্যে রয়েছে পেনশন, স্ট্যাম্প, স্পীড পোস্ট, এসবি-র জন্য দাবি, অ্যাকাউন্ট খোলা, ডাক জীবন বীমার বিভিন্ন তথ্য, পার্সেল বা উপহার, দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ, পাঠানো জিনিসের বিষয়ে তথ্য ডাক বিভাগের বিভিন্ন পণ্য ও পরিষেবার মূল্য সংক্রান্ত অনুসন্ধানের তথ্য এইসব আধিকারিকরা দেবেন।

আরও পড়ুন -  কোভিড-১৯ সংক্রান্ত পিআইবি’র প্রাত্যহিক সংবাদ

নির্ধারিত আধিকারিকদের ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য সকলকে জানাতে সোস্যাল মিডিয়া, ওয়েবসাইট এবং বিভিন্ন ডাক বিভাগে দেওয়া থাকবে। তথ্য ও ছবিঃ পিআইবি।