ডাক বিভাগ মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য নতুন পরিষেবার সূচনা করবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    ডাক বিভাগের কলকাতা অঞ্চলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য নতুন একটি পরিষেবার সূচনা হবে।

কলকাতা অঞ্চলের মুর্শিদাবাদ, বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগণা পর্যন্ত ১২টি বিভাগে একজন করে গ্রাহক কল্যাণ আধিকারিক (কাস্টমার ওয়েলফেয়ার অফিসার-সিডাব্লুও) মনোনীত হবেন। কলকাতা অঞ্চলের বিভিন্ন বিভাগের সিডাব্লুও-দের নাম :

বিভাগ

মনোনীত সিডাব্লুও-র নাম

ল্যান্ড ফোন নম্বর

আরও পড়ুন -  কি ভাবে চললে মৃত্যু ভয় কে জয় করে এগিয়ে যাবো আমরা!!

কলকাতা জিপিও

শ্রীমতি রমা ঘোষ

033-2243-8849/8249

কলকাতা সেন্ট্রাল

শ্রীমতি চিত্রলেখা দাস

033-2271-7124

কলকাতা নর্থ

শ্রীমতি মিতালী দে

033-2556-7877

কলকাতা ইস্ট

শ্রীমতি অর্পিতা অধিকারী

033-4065-0151

দক্ষিণ কলকাতা

শ্রীমতি ঋতুপর্ণা নস্কর

033-2466-2287

নর্থ প্রেসিডেন্সি

শ্রীমতি রঞ্জিতা দেবনাথ

033-2592-0112

সাউথ প্রেসিডেন্সি

শ্রীমতি অপর্ণা দত্ত

033-2433-8450

বারাসাত

শ্রীমতি বিউটি রানি পাল

033-5252-3463

বীরভূম

শ্রীমতি খুশবু কুমারী

আরও পড়ুন -  নাচতে ব্যস্ত জিতু ! এরপরেই উড়ে এল জুতো, কেন ? ' মানিকে মাগে হিথে' নাচের জন্য

03462-255507

মুর্শিদাবাদ

শ্রীমতি ইয়ান জোম শেরপা

03482-252522

নদীয়া উত্তর

শ্রীমতি সুস্মিতা সাধুখাঁ

03472-252849

নদীয়া দক্ষিণ

শ্রীমতি সুদত্তা চক্রবর্তী

033-2582-8514

গ্রাহক কল্যাণ আধিকারিকরা ডাক বিভাগের ক্ষুদ্র সঞ্চয়, মহিলা ও প্রবীণ নাগরিকদের পিএলআই সংক্রান্ত বিভিন্ন পরিষেবার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ফোনের মাধ্যমে দেবেন। এরমধ্যে রয়েছে পেনশন, স্ট্যাম্প, স্পীড পোস্ট, এসবি-র জন্য দাবি, অ্যাকাউন্ট খোলা, ডাক জীবন বীমার বিভিন্ন তথ্য, পার্সেল বা উপহার, দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ, পাঠানো জিনিসের বিষয়ে তথ্য ডাক বিভাগের বিভিন্ন পণ্য ও পরিষেবার মূল্য সংক্রান্ত অনুসন্ধানের তথ্য এইসব আধিকারিকরা দেবেন।

আরও পড়ুন -  Janhvi Kapoor: শ্রীদেবী কন্যা জাহ্নবী, আরও রূপবতী হলেন, চোখ রাখা যাচ্ছে না এই রূপে

নির্ধারিত আধিকারিকদের ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য সকলকে জানাতে সোস্যাল মিডিয়া, ওয়েবসাইট এবং বিভিন্ন ডাক বিভাগে দেওয়া থাকবে। তথ্য ও ছবিঃ পিআইবি।