পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে স্পেশাল চেকিং ব্যবস্থা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
রাজ্যে বিধান সভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে স্পেশাল চেকিং ব্যবস্থা। এই বিষয়ে রেল পুলিশের পক্ষ থেকে কমাণ্ড্যান্ট চন্দ্র মোহন মিশ্রা জানিয়েছেন , যেহেতু আসানসোল ডিভিশন রাজ্যের সীমান্তবর্তী এলাকা ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া। তাই নানান বেআইনি জিনিস রাজ্যে প্রবেশের সম্ভাবনা থেকে যায় ৷

আরও পড়ুন -  চাঁদি ফাটা রোদে, কচি ডাব লাগে
পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে স্পেশাল চেকিং ব্যবস্থা। ছবিঃ টুঙ্কা সাহা।

নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিতে রাজ্যে যাতে কোনো প্রকার অশান্তির বাতাবরণ তৈরি হতে না পারে , তার জন্যে রেলের স্নিফার ডগ ও নারকোটিক বিভাগকে কাজে লাগানো হয়েছে ৷ দেশের নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুসারেই এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ অন্যদিকে রেলপুলিশ আধিকারিক বি কে পাণ্ডে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে যাতে রাজ্যে দুষ্কৃতীরা প্রবেশ করতে না পারে, সেই দিকে লক্ষ্য রেখে রেল পুলিশ সতর্ক রয়েছে ৷ দুষ্কৃতীরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

আরও পড়ুন -  দারুণ খবর এসে গেল খাদ্যপ্রেমীদের জন্য, রাজ্যে প্রথম তৈরি হচ্ছে ফুড লেন, আগস্ট মাসেই খুলছে