তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কর্মসূচি শুরু হওয়ার আগেই বিজেপি কর্মীদের সাথে পুলিশি ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে বার্নপুরের বারীময়দান এলাকায়

Published By: Khabar India Online | Published On:
বিবেকানন্দের জন্মোৎসব সমিতির সদস্যরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। ছবিঃ টুঙ্কা সাহা।

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কর্মসূচি শুরু হওয়ার আগেই বিজেপি কর্মীদের সাথে পুলিশি ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে বার্নপুরের বারীময়দান এলাকায়।

মঙ্গলবার সকালে বার্নপুরের বারীময়দান মোড়ে বিবেকানন্দের মূর্তির পাদদেশে শিবরাত্রি পালনের উপলক্ষ্যে এক বৈঠকের আয়োজন করে বিজেপির কর্মী সমর্থকেরা। তবে সায়নী ঘোষের এদিন বারীময়দানে পুজো দেওয়ার পাশাপাশি বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের কর্মসূচি ছিল।

আরও পড়ুন -  Rakul Preet: প্রকাশ করি না মন খারাপ হলে

সেই উপলক্ষ্যে এদিন পুলিশের পক্ষ থেকে বিজেপি কর্মী সমর্থক তথা বিবেকানন্দ জন্মোৎসব সমিতির সদস্যদের সরে যেতে অনুরোধ করা হয়। তবে পুলিশের আবেদনে তারা সাড়া না দিয়ে বচসায় জড়িয়ে পড়ে। একই সাথে তারা দাবি করে, হিন্দু দেবতা শিবকে অপমান করা সায়নী ঘোষকে কিছুতেই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে দিতে রাজি নন।

আরও পড়ুন -  ভারতে সুষ্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার আরও কমে হয়েছে মোট আক্রান্তের ৪.৩৫ শতাংশ

একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে বিবেকানন্দের জন্মোৎসব সমিতির সদস্যরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এরপরেই পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করে তাদের সরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে বিজেপির কর্মী সমর্থক সুধাদেবী ও সুস্মীতারা দাবি করেন, বহিরাগত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে তারা নির্বাচনে বোতাম টিপে যোগ্য জবাব দেবেন।

আরও পড়ুন -  Taiwan: বিরোধী দলের জয়, তাইওয়ানে স্থানীয় নির্বাচনে, নেতৃত্ব ছাড়লেন প্রেসিডেন্ট