বিশ্ব নারী দিবসে কুর্নিশ এই শত শত লক্ষীকে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
আত্বনির্ভর হয়ে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছেন লক্ষী পাল।
আসানসোল আদালত চত্বরে ১৮ বছর ধরে চায়ের দোকান করে সংসার চালাচ্ছেন চালাচ্ছেন তিনি।

চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছেন লক্ষী পাল। ছবিঃ টুঙ্কা সাহা।

আদালত চত্বরে গিয়ে দেখা গেল লক্ষী পাল চা তৌরি করছেন, অনেকে চা খাওয়ার জন্য তার দোকানে ভিড় জমিয়েছে।
ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিলো নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার। নিজেকে আত্বনির্ভর করে গোড়ে তোলার।

আরও পড়ুন -  Web Film: সুনেরাহ বিনতে কামাল, নতুন ওয়েব ফিল্মে

সেই মতো প্রথমে শুরু করেন কাপড়ের ব্যবসা। তারপরই আসানসোল আদালত চত্বরে চায়ের দোকান শুরু করেন। তখন থেকে পেরিয়ে গেছে
দীর্ঘ ১৮ বছর। এখন চা বিক্রির সাথে সাথে দরকারি টুকিটাকি খাতাপত্র ও পেন ইত্যাদিও রেখেছেন ছোট এই গুমটিতে। কেমন চলছে জানতে চাইলে উত্তরে বলেন,
ছোট থেকে নিজের পায়ে দাঁড়ানোর জেদ, তাই চলে যাচ্ছে নিজের মত করে। জীবন জীবিকার তাগিদে প্রতিদিন এই ” লক্ষী” লড়াই চালিয়ে যেতে হচ্ছে। বিশ্ব নারী দিবসে কুর্নিশ এই শত শত লক্ষীকে।

আরও পড়ুন -  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে চাইছেন ?