সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম আসানসোলের মাটিতে পা রাখলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম আসানসোলের মাটিতে পা রাখলেন। বাজি ফাটিয়ে বাজনা বাজিয়ে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থক রা। আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। গত ২ মার্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে। সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম আসানসোলে এসে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা দেন আসানসোলের বিজেপির কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন -  বিজেপিতে যোগ দিয়েই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি

আসানসোলে আসার পর একটি মিছিল করে।শুরু হয় আসানসোলের কালিপাহাড়ি মোড় থেকে। শেষ হয়ে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি র বাসভবনে।সেখানে সাংবাদিকরা মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি কে প্রশ্ন করলে তিনি জানান, আমি একটা পুকুরে ছিলাম, মহা মহাসমুদ্রে মিশে গেলাম সেটাই আমার অনুভব হচ্ছে করছে। তাদের সাথে যোগাযোগ করা। তাদের কাছে গিয়ে বলো আমিও কাজ করতে চাই। আসানসোলের মেয়র হিসেবে কাজ করতে করতে আসানসোলের মানুষের স্বপ্ন আমার নিজের স্বপ্ন হয়ে গেছিল, সেটাই আমার অপরাধ ছিল। তবে আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস, মোদীজি বাংলা নিয়ে যেভাবে বলেছে বাংলা কে এগিয়ে নিয়ে যাবার যে স্বপ্ন দেখিয়েছেন। আমার মনে হয় বাংলার যে শাসন ক্ষমতা তার হাতে তুলে দেওয়া উচিত। তাহলে আসানসোলের স্বপ্ন পূরণ হবে, যেটা আমরা এতদিন করতে পারিনি।

আরও পড়ুন -  ট্রাফিক পুলিশের মোটরবাইক ভাঙচুর করলো উত্তেজিত জনতা, এক বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা