সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
আন্তর্জাতিক নারী দিবসে মহিলা কর্মচারীদের প্রতি সম্মান ও উৎসাহ প্রদান করল পূর্ব রেলের মালদা ডিভিশন। এই উপলক্ষে আজ মালদা স্টেশনের বিভিন্ন দায়িত্ব মহিলা কর্মচারীদের দেওয়া হয়। মহিলারা রেলওয়ে স্টেশনমাস্টার পদে, টিকিট বুকিং ক্লার্ক, নিরাপত্তাব্যবস্থা দায়িত্বে, টিকিট চেকিং এমনকি চালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই উপলক্ষে আজ বিকেল তিনটে পঞ্চাশ মিনিটের মালদা টাউন স্টেশন থেকে নবদ্বীপ ধামগামী ট্রেনটির সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব থাকে মহিলা কর্মচারীরা। ট্রেনের মূল চালক ছিলেন পিয়ালী রায় ও সহকারি চালাচ্ছিলেন স্নেহা কুমারি। গার্ডের দায়িত্ব পালন করেছেন সঙ্গীতা ব্রহ্ম।
পূর্ব রেলের মালদা বিভাগীয় মন্ডল অধীক্ষক প্রসাদ জানান, মালদা ডিভিশন এর বিভিন্ন ক্ষেত্রে মহিলা কর্মচারী দক্ষতার সঙ্গে তাদের কর্তব্য পালন করে আসছেন, তবে আজ এই ট্রেনের বারো জন মহিলা কর্মচারীকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয় এবং তারা ঠিকমতো দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা করেন।