সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
পাত্রসায়ের ব্লকের বালসী গ্ৰামে বাঁকুড়া রায়ের মন্দিরে পূজা দিলেন ইন্দাস ও সোনামুখী বিধানসভার দুই প্রার্থী রুনু মেটে ও অধ্যাপক ড. শ্যামল সাঁতরা। পূজা দিয়ে ভোট প্রচারে দুই প্রার্থী। উল্লেখ্য রুনু মেটে প্রয়াত বিধায়ক গুরুপদ আহমেদের স্ত্রী রাজনীতিতে আনকোরা হলেও স্বামীর সাথে রাজনীতির হাতেখড়ি হয়েছিল। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে তাকে প্রার্থী করেছেন। সাথে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শ্যামল সাঁতরা তারা দুজনেই আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী শক্তিকে পরাস্ত করে এই দুটি বিধানসভা জয়লাভ করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন।
আরও পড়ুন - Virat Kohli: মুগ্ধ গোটা বিশ্ব, বিরাটের পারফরম্যান্সে, “ঝুমে জো পাঠান” গানে অবিশ্বাস্য নাচ