নতুন ভোটারদের উৎসাহিত করতে সৌজন্যমূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল বালুরঘাটে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, দক্ষিণ দিনাজপুরঃ

নতুন ভোটারদের উৎসাহিত করতে সৌজন্যমূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল বালুরঘাটে। জেলার নতুন ভোটার একাদশ ও জেলা প্রেস একাদশের মধ্যে এই খেলার উদ্যোগ নেয় জেলা নির্বাচন দপ্তর। আজ বালুরঘাট স্টেডিয়ামে বেলা 3তে নাগাদ শুরু হয় খেলা। প্রথমে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে দশ ওভারে ১৪৩রান সংগ্রহ করে নতুন ভোটার একাদশ। পরে ব্যাট করতে নেমে দশ ওভারে তিন উইকেট হারিয়ে ৯১ রানে খেলা শেষ করে প্রেস একাদশ। নতুন ভোটার একাদশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন প্রতীক মহন্ত । অন্য দিকে প্রেস একাদশের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন তুহিন শুভ্র মণ্ডল।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৪ শে অক্টোবর, রাশিফল দেখুন

নির্বাচনী সচেতনামূলক প্রচারের উদ্দশ্যে আয়োজিত এই খেলায় শুরু থেকে হাজির ছিল জেলার ম্যাসকট খনাদাদু ও খনাদিদা। উপস্থিত ছিলেন জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক নিখিল নির্মল সহ অন্যান্য আধিকারিক। অতিরিক্ত জেলাশাসক জিতিন যাদব, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) শ্বেতা আগরওয়াল সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

আরও পড়ুন -  Gold Price Today: বুধবার সোনার দামে কিছু পরিবর্তন হয়েছে, আজকে দর কি?

খেলা শেষে নতুন ভোটার ও সাংবাদিকদের মধ্যে শংসাপত্র তুলে দেওয়া হয়। খেলায় নতুন ভোটার একাদশ জেলাশাসকের হাতে বিজেতা ট্রফি গ্রহণ করেন ও রানার্স ট্রফি পান সাংবাদিক একাদশ। এদিনের খেলার মাঠ থেকেই ভোটদানের জন্য উৎসাহসূচক বার্তা দেওয়া হয়। অন্যদিকে, সাংবাদিক একাদশ দলের হয়ে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী।

আরও পড়ুন -  Janmashtami: জন্মাষ্টমীর গোপাল পূজিত হচ্ছে, বাংলার ঘরে ঘরে

এই বিষয়ে জেলাশাসক নিখিল নির্মল বলেন, নতুন ভোটারদের ভোটদানে উৎসাহী করতে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিক ও নতুন ভোটারদের মধ্যে খেলার পরে নতুন ভোটাররা জিতেছে। আগামীদিনে নতুন ভোটারদের উৎসাহ করতে খেলাধূলার পাশাপাশি একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।