শাশুড়ি ও স্ত্রীকে ছুরি মারার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, হাবড়াঃ    শাশুড়ি ও স্ত্রীকে ছুরি মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া থানার জয়গাছি এলাকায়। স্থানীয় বাসিন্দা হুন্ডি বাশফোর এর মেয়ে মধুবালার সাথে বিয়ে গাইঘাটা থানার পুটিয়ার বাসিন্দা বাদশা সরদার। অভিযোগ বাদশা দীর্ঘদিন মধুবালার ওপর অত্যাচার করত। সেই কারণেই মধুবালা বাপের বাড়ি চলে আসে। শুক্রবার সন্ধ্যায় বাদশাও জয়গাছি মধুবালাকে ফেরত নিতে আসে। সেখানেই দুজনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং বাদশা ছুরি বের করে। কোপাতে যায় মধুবালা ও তার মাকে। মধুবালার মাথায় আঘাত লাগে ও তার মায়ের পিঠে ছুরির আঘাত লাগে, তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা দু’জনকেই হাবড়া হাসপাতালে নিয়ে আসে। হাবড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। মধুবালা সরদার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ অভিযুক্ত বাদশা সরদারকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার বারাসত আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন -  বিলে স্বস্তি, Caller ID প্রদর্শন করা নিয়ে বড় সিদ্ধান্ত