গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ     শনিবার বিকেলেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হল। নয়াগ্রাম থেকে বকুল মুর্মু। কেশিয়াড়ি থেকে সোনালি মুর্মু। গড়বেতা থেকে মদন রুইদাস। খড়গপুর থেকে তপন ভুঁইয়া। বিনপুর পালন সোরেন। মোদিনীপুর থেকে সমিত দাস। ঝাড়গ্রাম থেকে সুখময় শতপথী। জয়পুর থেকে নরহরি মাহাতো। ছাতনা থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায়।
গোপীবল্লভপুর থেকে সঞ্জিৎ মাহাতো। শালবনি থেকে রাজীব কুণ্ডু। গোপীবল্লভপুর থেকে সঞ্জীব মাহাতো।
সবং থেকে অমূল্য মাইতি। ইন্দাস থেকে নির্মল ধাড়া। ডেবরা থেকে ভারতী ঘোষ। বিষ্ণপুর থেকে তন্ময় ঘোষ।
নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হলদিয়া থেকে তাপসী মণ্ডল। কাঁথি উত্তর থেকে সুনীতা সিং।
দাঁতন থেকে শক্তিপদ নায়ের। বিনপুর থেকে পালন সোরেন। তমলুক থেকে বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। ময়না থেকে বিজেপি প্রার্থী অশোক দিন্ডা। নন্দকুমার থেকে নীলাঞ্জন অধিকারী।পটাশপুর থেকে অম্বুজাক্ষ মোহান্তি। কাঁথি দক্ষিণ থেকে অরূপকুমার দাস। বলরামপুর থেকে বনেশ্বর মাহাতো। পুরুলিয়া থেকে সুদীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুন -  আগামী ১৬ ই মার্চ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে আসছেন রায়পুরের সবুজ সংঘ ফুটবল মাঠে