নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, অশোকনগরঃ বৃহস্পতিবার রাতে অশোকনগর থানার অন্তর্গত সালারহাটে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করল স্বামী, প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। এই থানার মাটিয়াগাছার লতিফ মন্ডলের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে আরেফান বিবি (২৭)-এর সঙ্গে তার স্বামী সামাদ মন্ডলের দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল। আরেফান শ্বশুরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিল বাপের বাড়িতে। হঠাৎ করে গতকাল আরেফান বিবিকে তার স্বামী ডেকে পাঠায় এই বলে যে তার পুত্র ও কন্যাকে নিয়ে যাও। সেই কথা মোতাবেক বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ছয়টায় সালারহাটে স্বামীর বাড়ি যায়, কিন্তু রাতে ফিরে না আসায় রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ আরফানের দিদি সোনা ভান বিবি তাঁর ছেলে কিতাবুল হোসেনকে নিয়ে অশোকনগর থানায় হাজির হন এবং পুলিশকে ঘটনার কথা জানান। পুলিশ এরপরে সামাদের বাড়ি গিয়ে দরজায় তালা দেওয়া দেখে বাড়ির কাছে সামাদের ভাইকে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করায় প্রথমে ঘটনার কথা অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের জেরার কাছে সব ঘটনা খুলে বলে। সে জানায় সামাদ মণ্ডল রাত ন’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সামাদ। পরে সামাদ তাকে জানায় যে সে তার স্ত্রীকে খুন করে কাছে পুটিরবাগানের মাঠে ফেলে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরেফান বিবির মৃতদেহ খুঁজে পায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাবরা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে আরেফান বিবিকে খুন করা হয়েছে। পুলিশ মৃতার স্বামী সামাদ মণ্ডল ও তার ভাইকে গ্রেপ্তার করে তদন্ত চালাচ্ছে।