মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম নমিতা সূত্রধর (৪০) গুরুতর আহত ৬ জন। বুধবার বাঁকুড়া সদর থানা এলাকার শুনুক পাহাড়ির ঘটনা। পুলিশ আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে। সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন -  Ishwari Deshpande: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী !

স্থানীয় সুত্রে খবর, একটি বেসরকারি যাত্রীবাহী বাস এক মোটর বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে একটি অর্জুন গাছে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় ঐ বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ফলে চালকের কেবিনে বসে থাকা এক মহিলার মৃত্যু ও অন্যান্য কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার বিবরণে প্রকাশ এদিন একটি মোটর বাইক আচমকা বাসের সামনে পড়ে যায়। ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি অর্জুন গাছে সজোরে ধাক্কা মারে। ফলে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে, মুচড়ে যায়। সামনের চালকের কেবিনে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন -  Road Accident: নিহত ২৫, বরযাত্রীর বাস খাদে পড়ে