কুলটি সাকতরিয়া অঞ্চলে বিজেপি কর্মীদের উল্লাস

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জিতেন্দ্র বিজেপি তে যোগ দেওয়াতে উল্লাস শিল্পাঞ্চলে। আসানসোল কুলটি সাকতরিয়া অঞ্চলে বিজেপি কর্মীদের উল্লাস। মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের প্রাক্তন ও বিদায়ী তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুন -  ব্যারাকপুরে জেলা কমিটি বৈঠকে, বিধায়ক রাজ চক্রবর্তীর উপর হামলা

সেই খুশিতে সদ্য বিজেপিতে যোগদান করাতে প্রাক্তন পুরপিতা বাপ্পা আচার্যী তারই নেতৃত্বে আজ আতস বাজী ফাটিয়ে, মিষ্টিমুখ করে আনন্দ করতে দেখা গেলো সমর্থকদের।