মুর্শিদাবাদে অনুষ্ঠিত হ’ল তৃতীয় রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব – ২০২১

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, পশ্চিমবঙ্গঃ শেষ হ’ল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত দু’দিনের রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব ২০২১। মুর্শিদাবাদে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় ২৭ ও ২৮ ফেবুয়ারি ২০২১। বাউল গান, জারি গান, লাঠি খেলা ও অন্যান্য লোকনৃত্য এবং ঘোড়া ও রণপা নৃত্য। রুদ্রাক্ষ ওডিশি নৃত্য এবং আদিত্য সারস্বতে গজল পরিবেশন শ্রোতাদের অভিভূত করে। সমবেত শ্রোতৃমন্ডলী সোমলতা এবং দ্য এসেন্স ব্যান্ডের পরিবেশনায় মুগ্ধ হয়ে পড়েন।

আরও পড়ুন -  Aam Aadmi Party: কেজরিওয়ালের দল স্থানীয় নির্বাচনে জয় পেল, দিল্লি

সমাপ্তি অনুষ্ঠানে বহু মানুষের সমাগম হয়। সাতটি আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরাই এই মহোৎসবে নৃত্য পরিবেশন করেন।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের আয়োজন করে আসছে, যেখানে সাতটি আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র অংশগ্রহণ করে থাকে। মূলত, লোক ও উপজাতি শিল্পকলা, নৃত্য, সঙ্গীত, রন্ধন শিল্প ও সংস্কৃতি পরিবেশিত হয় এই মহোৎসবে। এই মহোৎসব আয়োজনের লক্ষ্য হ’ল ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ চিন্তাধারাকে শক্তিশালী করা এবং দেশের লোকশিল্পীদের জীবন ও জীবিকাকে সহায়তা করা।

আরও পড়ুন -  Open Various Educational: স্কুলে শুরু হয়েছে পরিচ্ছন্নতার কাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার

এর আগে দিল্লি, বারাণসী, বেঙ্গালুরু, তাওয়াং, গুজরাট, কর্ণাটক, তেহরি এবং মধ্যপ্রদেশে এই মহোৎসবের আয়োজন করা হয়। সূত্র – পিআইবি।