প্রেস ইনফরমেশন ব্যুরো’র প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেলের দায়িত্ব নিলেন শ্রী জয়দীপ ভাটনগর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আজ প্রেস ইনফরমেশন ব্যুরো’র প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন শ্রী জয়দীপ ভাটনগর। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের ১৯৮৬ ব্যাচের আধিকারিক শ্রী ভাটনগর এর আগে দূরদর্শনের বার্তা বিভাগের কমার্শিয়াল, সেলস্‌ ও মার্কেটিং বিভাগের প্রধান ছিলেন। তিনি প্রসার ভারতীর পশ্চিম এশিয়ার বিশেষ সংবাদদাতা হিসাবেও বহুদিন কাজ করেছেন। প্রসার ভারতীর পশ্চিম এশীয় বিভাগটির ২০টি দেশের সংবাদ পরিবেশন করে। এছাড়াও, তিনি আকাশবাণীর নিউজ সার্ভিসেস ডিভিশনের প্রধান ছিলেন। প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেল পদটি গ্রহণের আগে শ্রী ভাটনগর প্রেস ইনফরমেশন ব্যুরো’তে ছ’বছর কাজ করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে।

আরও পড়ুন -  CDS Bipin Rawat: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেশের সর্বাধিনায়ককে, সস্ত্রীক বিপিন রাওয়াত

প্রসঙ্গত, গতকাল শ্রী কুলদীপ সিং ধাতওয়ালিয়া প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেন। শ্রী ভাটনগর তাঁর স্থলাভিষিক্ত হলেন। সূত্র – পিআইবি।