স্মৃতিমেদুর

Published By: Khabar India Online | Published On:

স্মৃতিমেদুর

মৌলি বণিক

সমস্ত দিন উথাল পাতাল
একখানা রাত আস্ত মাতাল
ঝড়ের আগের বৃষ্টি মেঘ
কষ্ট পাহাড় আদতে আবেগ।

এমন বিপদ হাতছানি দেয়
বিপদ গঙ্গা সাঁতরে নেয়
নিন্দুকের কথা কে নেয় কানে
দীঘল চোখ এমনি টানে।

আরও পড়ুন -  Karan-Alia: ফুলশয্যা রাতে আনন্দ হয়নি! গোপন কথা ফাঁস আলিয়ার

নাম-না-জানা জনের সাথে
রোজ কথা হয় মধ্যরাতে
চাঁদ তারা তার সাক্ষী থাকে
খোলা চোখেও স্বপ্ন আঁকে।

ঘড়ি ধরে ছুট পৌনে ন’টায়
বাসস্ট্যান্ড আলো রূপের ছটায়
মধুর হাসি লজ্জা লাল
আহা, বিন্ পলাসের বসন্তকাল।

আরও পড়ুন -  School Dormitory: অগ্নিকাণ্ডে নিহত ২০, স্কুল ছাত্রাবাসে, গায়ানায়

যখন যেমন থাকে মেজাজ
সেই মতো ডাক-নামের তাজ,
ঠোঁটের কোণে শব্দ না থাক
মনের ঘরে বন্দি সে ডাক।

আদুল গায়ে ভেজে শহর
বানভাসি সে জলের বহর
জনহীন স্ট্যান্ড বিষাদী সুর
অপেক্ষায় বাজে ধীর সন্তুর।

আরও পড়ুন -  প্রেমের ঝর্ণাধারা

ভাঙছে মন কাঁচের চুড়ি
হাত ঘড়িতে দশটা কুড়ি
মন খারাপের কুড়াই নুড়ি
সুখ পাখি যে গেছে চুরি।

সংলাপ জুড়ে স্মৃতিমেদুরতা
সরিয়ে রাখি বিষণ্ণতা
হঠাৎ দেখা সে এক সকাল
একখানা রাত আস্ত মাতাল।।