হাবড়ায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ অসামাজিক কাজ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই হাবড়ায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসেন তার মধ্যে এক প্লাটুন ২৪ জন আসেন। হাবড়া আমডাঙা থেকে হাবড়া থানার আইসি গৌতম মিত্র এসডিপিও রোহিত শেখ তার নেতৃত্বে আজ হাবড়া বাজার, নগরউখড়া বাজার দিয়ে কামারথুবা হয় সুপারমার্কেট শ্রীনগর বানিপুর রোড ধরে রুট মার্চ করেন। এসডিপিও রোহিত শেখ বলেন, দুই মাস ধরে এই কেন্দ্র বাহিনী থাকবে এবং প্রতিদিন দুবার করে এই রুট মার্চ করা হবে। শহর ও গ্রামাঞ্চলের ভিতর এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এসডিপিও তিনি জানতে চান ভোটের আগে কেউ ভয় দেখাচ্ছে কিনা কোন প্রলোভন দেখাচ্ছেন কিনা।

আরও পড়ুন -  বাড়িতে ব্যবহৃত এলপিজি-র জন্য সরকার আন্তর্জাতিক দামের বৃদ্ধি থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে কার্যকরি মূল্য নির্ধারণ করে চলেছে

টোটো চালক বাজারে সবজি বিক্রেতা পথচারী লোক ব্যবসায়ী বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেন এবং আরো বলেন, কোন অসুবিধা হলে সাথে সাথে থানায় আই সি কে ফোন করে জানাতে। বিভিন্ন লোককে আইসির মোবাইল নাম্বারটা দিয়ে দেন।

৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার