খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি বলেছেন, “হুনার হাট ‘ভোক্যাল ফর লোক্যাল’ অভিযানকে গণ আন্দোলনে পরিণত করতে ‘অসাধারণ ও যথাযথ’ ভূমিকা পালন করেছে।
নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শ্রী নাকভি আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান হুনার হাট উৎকর্ষতার কুম্ভে পরিণত হয়েছে। ২০শে ফেব্রুয়ারি থেকে এই হাট চালু হয়েছে। ইতিমধ্যেই ১২ লক্ষেরও বেশি দর্শক এখানে এসেছেন। আগামী দু’দিনের এই সংখ্যা বেড়ে ১৬ লক্ষ হবে বলে আশা করা হচ্ছে পরবর্তীতে হুনারহাট ১২ থেকে ২১ শে মার্চ ভূপালে অনুষ্ঠিত হবে। ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ছশোর বেশি হস্তশিল্পী নতুন দিল্লির এবারের এই হুনার হাটে অংশগ্রহণ করেছেন। গত পাঁচ বছর ধরে ৫ লক্ষের বেশি ভারতীয় হস্তশিল্পী, রন্ধন বিশেষজ্ঞসহ যারা এদের সঙ্গে যুক্ত এরকম মানুষদের কর্মসংস্থান অথবা কর্মসংস্থানের সুযোগ হুনারহাট এর মাধ্যমে হয়েছে। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ৭৫ টি হুলারহাটের আয়োজন করা হবে। এইসব হাটের মাধ্যমে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় সাত লক্ষ পঞ্চাশ হাজার হস্তশিল্পীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। সূত্র – পিআইবি।