মালদহে প্রবেশ করল বিজেপির রথ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দক্ষিণ দিনাজপুরে পরিবর্তন যাত্রা শেষ করে মালদহে প্রবেশ করল বিজেপির রথ। এদিন মালদহের বামন গোলা ব্লকে এসে পৌঁছাল বিজেপির রথ। বামন গোলা ব্লকের নালাগোলা থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রাটি গোটা এলাকা পরিক্রমা করার পর বামন গোলা বিজেপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এদিনের পরিবর্তন যাত্রায় সামিল হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ টলিপাড়ার তারকা হিরন। এছাড়াও উপস্থিত ছিলে নহবিবপুর বিধানসভায় বিজেপির বিধায়ক জুয়েল মূর্মূ সহ মালদা জেলা নেতৃত্ব।

আরও পড়ুন -  দেখি তৃণমূলের কত ক্ষমতা, রামভক্তদের পা কি করে ভাঙতে পারেঃ জিতেন্দ্র তেওয়ারি

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনে নির্ঘণ্ট ও। তাই নির্বাচনকে সামনে রেখে এদিন বিজেপির পক্ষ থেকে এ পরিবর্তন যাত্রার সূচনা করা হয়। দক্ষিণ দিনাজপুরের পরিবর্তন যাত্রা শেষ করে মালদা জেলায় পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন -  JP Nadda: জেপি নাড্ডা বললেন, ইতিহাস গড়বে বিজেপি বাংলায়