সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠল

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পুলিশের নাম করে একটি লিফলেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ। লিফলেট মিথ্যে বলে জানালেন ইংরেজ বাজার থানার আইসি মদন মোহন রায়।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের পুলিশের।
এইবার ইংরেজবাজার থানার আইসির মোবাইল নাম্বার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছরানোর অভিযোগ উঠল। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশ মহলে। আর তা দেখে তড়িঘড়ি শনিবার বিকেলে ইংরেজবাজার থানার আইসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানান। তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় যে ভুল তথ্য ব্যবহার করা হয়েছে এবং সেই তথ্য আমাদের থানার cug নাম্বার ব্যবহার করা হয়েছে ও তার সাথে আরেকটি মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ ভুল তথ্য। এরকম আমরা কোন তথ্য সোশ্যাল মিডিয়ায় দিইনি। এটা জেলা পুলিশের নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি পুলিশের কাজে মিথ্যা প্রচার করা হচ্ছে। এই বিষয়ে এই তথ্য আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়ার পরই জেলা সাইবারক্রাইম থানাতে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি এবং লিখিত অভিযোগ করেছি। শনিবার বিকেলে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় থানায় বসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান হঠাৎই তিনি আজ বিশেষ কাজে যাচ্ছিলাম তখনই তার মোবাইলে এরকম একটি তথ্য তিনি দেখতে পান। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য লিখে ছাড়া হয়েছে সেটি হল (আমাদের সুস্থ সমাজের এই লোকগুলি হল বড় ক্রিমিনাল শয়তান তোলাবাজ ল্যান্ড মাফিয়া । এরা বিহার ঝাড়খন্ড থেকে বহু ক্রাইম লুট চিটফান্ড করে ।মালদায় একজন নেতার ছত্রছায়ায় থেকে আমাদের সমাজের বহু মানুষের উপর দিনের-পর-দিন নির্বিচারে অত্যাচার করেছে । এরা গায়ের এবং অস্ত্রের জোরে আপনাদের বাড়ীর ইয়ং ছেলে গুলো কে বিভিন্নভাবে ক্রিমিনাল এ পরিণত করছে। তাই সকলকে সাবধান হোন বহু non-bailable কে সে এদের পুলিশ সিআইডি খুজছে। তাই আমরা তাদের সহযোগিতার জন্য জানাচ্ছি যারা এনাদের খোঁজ দেবে তাদের সাত লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। আসুন সকলে মিলে এই ক্রিমিনালদের সমাজ-ছাড়া করি যোগাযোগ 7001198651, 9083270308
ভুয়া তথ্যে যে চারজন অপরাধীর নাম দেওয়া হয়েছে তারা হলেন সন্তোষ সিং, অমর দীপ, জিনিয়াস যাদব, অমিত সাহা,
এদের যারা খোঁজ দেবে তাদেরকে ৭ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
ইংলিশবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, মানুষের কাছে আমাদের খারাপ করার জন্য এরকম সোশ্যাল মিডিয়ায় তথ্য কে বা কারা ছড়িয়েছে। আমরা এই তথ্য বিষয়ে কোনো রকম ভাবে জানি না। আমাদের থানার থেকে কোনরকম সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত তথ্য ভাইরাল করা হয়নি। যারা এটা করেছে তারা পরিকল্পিতভাবে এ কাজটি করেছে। যাদের ছবি এই তথ্য তুলে ধরা হয়েছে তাদেরকে আমরা চিনিনা। পুলিশের মাধ্যমে যারা এই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই বিষয়ে সাইবারক্রাইম থানা কে জানিয়েছি এবং খুব শীঘ্রই আমরা এর তদন্ত নেমে সত্যটা সামনে তুলে আনব।

আরও পড়ুন -  Covid-19 Vaccine: কোভিড -১৯ টিকার প্রাপ্যতার বিষয়ে সর্বশেষ তথ্য