টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত লেফট ব্যাংক কলোনির বাসিন্দা অরবিন্দ বাল্মীকি নামক এক ব্যক্তির। কোয়াটারের পিছনে হয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে চোর।
আলমারি ভেঙ্গে বিভিন্ন গয়না সহ বাড়ির দেওয়ালে টেঙ্গে থাকা এল এ ডি টিভি,ফোনের চারর্জার ও কিছু খুচরো টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল নিজের শ্বশুর বাড়ি গিয়েছেন বাড়ির মালিক অরবিন্দ বাল্মীকি ও তার স্ত্রী, তার বাড়িতে রয়েছেন তার মা।
শুক্রবার সকালে বাড়িতে তালা লাগিয়ে পাশে নিজের আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন তিনি, প্রায় এক ঘন্টার পর যখন তিনি বাড়ি ফিরে এসে তালা খোলার চেষ্টা করেন তখন তিনি দেখেন ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে স্থানীয় কিছু মানুষের সাহায্য নিয়ে বাড়ির দরজা খুলে দেখেন বাড়ির ভিতরে দেওয়ালের টিভিটি নেই, আলমারি ভাঙা রয়েছে জামা কাপড় সব বিছানার মধ্যে পড়ে রয়েছে।
সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ কে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ওই অঞ্চলের প্রতিটি সিসিটিভির চেকিং শুরু করেছে পুলিশ। তাছাড়া এই রকম চুরির থেকে সতর্ক হতে পুলিশের তরফে স্থানীয়দের সঙ্গে নিয়ে এক বৈঠক এর ডাক দেওয়া হয়।
এই প্রসঙ্গে অরবিন্দ বাল্মীকির কাকিমা সবিতা দেবী জানান, এই লেফট ব্যাংক অঞ্চলে থাকা হয়েছে এবার মুশকিল যদি দিনের বেলায় বাড়ির ভিতরে ঢুকে চুরি হয়ে যায় তবে মানুষ কিভাবে এই অঞ্চলে থাকতে পারবে। চোরদের এত সাহস কি ভাবে হয় যে এক ঘন্টার মধ্যে বাড়িতে ঢুকে গয়না সহ টিভি নিয়ে পালিয়ে যায়। তাছাড়া এই অঞ্চলে ডিভিসির কোয়াটার গুলিতে এত সংখ্যক বহিরাগতরা স্থান নিয়েছে তার দিকে নজর দেওয়া উচিত। আমাদের অনুরোধ রইলো পুলিশ প্রশাসনের কাছে এই চোরদের খোঁজ করে তাদের শাস্তি দেওয়া হোক।
দিনের বেলায় বাড়ির ভিতরে ঢুকে চুরি করে নিয়ে গেলো গয়না সহ টিভি
Published By: Khabar India Online |
Published On: