সম্প্রতি মায়াঙ্কুরের পোস্টার লঞ্চ হল

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ : সম্প্রতি “মায়াঙ্কুর” শর্টফিল্মের পোস্টার লঞ্চ করলেন পরিচালিকা স্বস্তিকা রায়।

বিএল সাহা রোড, সাউথ সিটি গার্ডেনের কাছে “এ ভি পিৎজা” নামক ক্যাফেতে আয়োজন করা হয়েছিল প্রেসমিট। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে পরিচালিকা ছাড়াও উপস্থিত ছিলেন, সহ-পরিচালক চয়ন মুখার্জী, অভিনেতা অভিজিৎ ভট্টাচার্য, জয়ন্ত পর্বত, গুড্ডু ও অভিনেত্রী সঞ্চিতা রায় সহ স্টোরি ও স্ক্রিপ্ট রাইটার প্রিয়ানা চক্রবর্তী এবং নীলাঞ্জনা চ্যাটার্জী প্রমুখ।

আরও পড়ুন -  Local Train: জেনে নিন হাওড়া ডিভিশনে ট্রেনের নতুন সময়সূচি, ৮ দিনের বিরাট বদল

প্রেসমিটে পরিচালিকা জানান, সিনেমাটি খুব শীঘ্রই আসতে চলেছে অনলাইনে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে সহজেই দেখা যাবে, সাইক্রিয়াটিক থ্রিলার এ. এন প্রোডাকশন প্রযোজিত “মায়াঙ্কুর”।