আধপোড়া টাকা উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আধপোড়া টাকা উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনা টি ঘটে আসানসোলে। ۔বেশ কিছু আধপোড়া টাকা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সালানপুর থানার কল্যানেশ্বরি মন্দির সংলগ্ন শ্মশান যাওয়ার রাস্তা এলাকায়।

আরও পড়ুন -  Texas: বাইরে দাঁড়িয়ে ছিল পুলিশ, ভেতরে হামলাকারী, ঘন ঘন ফোনকল

পুলিশ গিয়ে আধপোড়া টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে স্থানীয় যুবকরা শ্মশান যাওয়ার রাস্তায় দেখতে পায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কিছু আধপোড়া একশো টাকার নোট। সাথে সাথে খবর পেয়ে কল্যানেশ্বরি ফাঁড়ির পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসে। তবে কি কারণে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন -  Deepika Padukone: ভরা প্রেগনেন্সিতেও কাজে ব্যস্ত দীপিকা, স্পষ্ট বেবি বাম্প