সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এজেন্টদের প্রতি শোষণ ও দুর্ব্যবহার করার অভিযোগ তুলে এবারে আন্দোলনে নামলেন অল মালদা মটোরভিকেলস এজেন্ট। বৃহস্পতিবার সকাল থেকেই এই মর্মে নিজেদের কাজকর্ম বন্ধ রেখে কর্মবিরতিতে সামিল হন তারা।
বর্তমানে এই সংগঠনের সাথে প্রায় ১৬০ জন যুক্ত। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে টেবিল পেতে মাধ্যমে হিসাবে গাড়ির লাইসেন্স, ট্যাক্স জমা নেওয়া সহ বিভিন্ন কাজকর্ম করে থাকেন তারা। কিন্তু তাদের অভিযোগ এই সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে তাদের শোষণ এবং দুর্ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হয়েছেন।