আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র সাংবাদিক রণজয় রায়ের নামে ফুটবল প্রতিযোগিতা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বারাসাত: ২৪সে ফেব্রুয়ারী বুধবার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র সাংবাদিক রণজয় রায় অকালে চলে গেলেন।
সবার প্রিয় রনিদার স্মৃতির উদ্দেশ্য গত ২১ শে ফেব্রুয়ারি ২০২১, বারাসাতের রামকৃষ্ণপুর বর্নালী সংঘের পরিচালনায় স্বর্গীয় সুশীল কুমার সাহা স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি নামের দিবা-রাত্রি ব্যাপি একটি ফুটবল প্রতিযোগিতা এবং রনি রায়ের নামাঙ্কিত সেরা খেলোয়ার ট্রফি প্রদান করা হয় তাঁরই নামাঙ্কিত মঞ্চে।

আরও পড়ুন -  জয়ের সাথে রেকর্ড করলেন রোনালদো, আল-নাসরে ম্যাচে

চিত্র সাংবাদিক স্বর্গীয় রনি রায়ের নামে উৎসর্গ করা সেরা খেলোয়াড় পুরষ্কার পান কালিকাপুর আল্ট্রা মেরিনার্স এর খেলোয়াড় প্রীতম বিশ্বাস যা চিত্র সাংবাদিক স্বর্গীয় রনি রায়ের নামে উৎসর্গ করা।
উইনার্স ট্রফি পুরস্কার পান কালিকাপুর আল্ট্রা মেরিনার্স।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ফিফা সময় নির্ধারণ করলো, প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার