সাংস্কৃতিক এবং বস্ত্র বিতরণ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মহদীপুর C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিজে গান গেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়। শ্রীশ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর পার্কিং এলাকায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, তৃণমূল নেতা অম্লান ভাদুরি, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়, মালদা চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, উত্তম বসাক, মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক ভূপতি মন্ডল, সহ সভাপতি উত্তম ঘোষ সহ অন্যান্য অতিথিবর্গ।

আরও পড়ুন -  Horoscope: ২৬শে ডিসেম্বর (১০ই পৌষ) রবিবার, রাশিফল দেখুন

এদিন প্রায় দুই হাজার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আকাশে পায়রা উড়িয়ে এই বস্ত্র দান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান, করোনা আবহে সমস্ত সামাজিক এবং স্বাস্থ্যবিধি মেনে অসহায়-দুস্থদের কম্বল বিতরণ করা হয় এদিন।সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

আরও পড়ুন -  28th International Film Festival: উদ্বোধন হয়ে গেল ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চাঁদের হাট