খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। বাড়ছে সুস্থতার সংখ্যা। অ্যাক্টিভ দেশের সংখ্যা বর্তমানের ৩ লক্ষ ৭৮ হাজার ৯০৯। যা সর্বনিম্ন হয়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৮৯ শতাংশ। এর পাশাপাশি দেশে সুস্থতার হার ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘন্টায় যেখানে ৩২ হাজার ৮০ জন নতুন করে আক্রান্ত হলেও এই সময়ের মধ্যে মোট ৩৬ হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে পর্যন্ত প্রায় ১৫ কোটি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। দৈনিক প্রায় ১০ লক্ষ মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে। দেশে বর্তমানে নমুনা পরীক্ষার মাত্রা ১৫ লক্ষ পর্যন্ত করা যেতে পারে। কেননা সারাদেশে নমুনা পরীক্ষার জন্য ২,২২০টি কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
কোভিডে সারাদেশে সুস্থতার হার বর্তমানে বেড়ে হয়েছে ৯৪ দশমিক ৬৬ শতাংশ। সূত্র – পিআইবি।