জেলা দলীয় কার্যালয় উদ্ধোধন করেন জেপি নাড্ডা ভারচুয়াল এর মাধ্যমে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বুধবার আসানসোলে এলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এদিন আসানসোলের বাইপাসে দুনম্বর জাতীয় সড়কের পাসে জেপি নাড্ডা ভারচুয়াল মাধ্যমে একটি জেলা দলীয় কার্যালয় এর উদ্ধোধন করেন। উপস্থিত ছিলেন নরোত্তম মিশ্র, রাজু ব্যানার্জি, লক্ষণ ঘড়ুই সহ একাধিক স্থানীয় বিজেপি নেত্বৃন্দ। বিজেপি সুত্রে জানা গেছে রাজ্যের ৯ জায়গায় একসাথে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্ধোধন করেন জেপি নাড্ডা, তার মধ্যে আসানসোলের এই কার্যালয়টি রয়েছে। আসানসোলের এই কার্যালয়ে বিজেপির পতাকা উত্তোলন এর মাধ্যমে সূচনা করেন। পরে বিজেপি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে বসে টিভিতে উদ্ধোধনী অনুষ্ঠান দেখেন।
বুধবার সকালে আসানসোলের দুটি ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি করেন নরোত্তমে মিশ্র। পরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।

আরও পড়ুন -  Ukrainian City: ধ্বংস করল রুশ বাহিনী, একটি ইউক্রেনীয় শহরঃ ভলোদিমির জেলেনস্কি