ভারত বনধ সফল করতে আসানসোলে পথে নামলো সিপিআই(এম)

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ গণতান্ত্রিক আন্দোলন কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ভারত বনধ সফল করতে আসানসোলে পথে নামলো সিপিআই(এম) ৷ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লীতে কৃষকরা পথ অবরোধের মাধ্যমে আন্দোলনে শামিল হয়েছে ৷ পাশাপাশি তাদের দাবির অনড় অবস্থানে ৮ই ডিসেম্বর সারা ভারত বনধের ডাক দিয়েছে ৷ কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিজেপি ছাড়া দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি ৷ তবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভারত বনধকে সমর্থন না জানালেও কৃষক আন্দোলনে কৃষকদে পাশে আছেন বলে জানিয়েছেন ৷ মঙ্গলবার সকালে আসানসোলের বিএনআর মোড়ে কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়ে পথে নামে সিপিআই (এম) ৷ এই বিষয়ে সিপিআই( এম) নেতা পার্থ মুখার্জি জানিয়েছেন, কৃষকদের আন্দোলনকে সমর্থন না জানানো মানে বিশ্বাসঘাতকতা ৷একই সাথে আসানসোল বাস স্টান্ড অঞ্চল বাস থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করতে দেখা গেলো বাম সমর্থকদের !

আরও পড়ুন -  কলকাতা, মুম্বাই এবং নয়ডায় উন্নতমানের কোভিডের নমুনা পরীক্ষার ব্যবস্থাপনা চালু করলেন প্রধানমন্ত্রী